You have reached your daily news limit

Please log in to continue


গাভী ১টি, মালিকানা দাবি দুইজনের

.tdi_2_83f.td-a-rec-img{text-align:left}.tdi_2_83f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের নতুনহাট কালিনগর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে ইসহাক মিয়া ১টি গাভী প্রাকৃতিক প্রজননের জন্য নিয়ে আসেন চন্দনাইশের দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া এলাকায়। এদিকে কিল্লাপাড়া এলাকার মৃত সাচি মিয়ার ছেলে নুরুল আলম প্রকাশ বাচুন মিয়া হঠাৎ গাভীটি দেখে সেটি তার বলে দাবি করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বেধে যায় হট্টোগোল। বিষয়টি জানতে পারে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ বিষয়টি মীমাংসার জন্য গরুটি হেফাজতে নিয়ে আসে। জানা যায়, প্রায় ৩ মাস আগে দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া এলাকা থেকে বেশ কয়েকটি গাভী চুরি হয়। তার মধ্যে বাচুন মিয়ারও একটি গাভী ছিল। ঘটনার দিন গতকাল বিকেলে পুরানগড় এলাকার ইসহাক মিয়া তার পালিত গাভীটিকে ষাঁড়ের মাধ্যমে প্রাকৃতিক প্রজননের জন্য কিল্লাপাড়ায় নিয়ে আসেন। এসময় বাচুন মিয়া চা দোকানে বসে চা পান করার সময় গরুটি আনতে দেখে সেটি তার দাবি করে ধরে ফেলেন। কারণ সেটি তার চুরি যাওয়া গরুর মতই। এ নিয়ে উভয়ের মধ্যে বেধে যায় হট্টোগোল। শুরু হয় কথা কাটাকাটি। বিষয়টি এলাকাবাসী দোহাজারী তদন্ত কেন্দ্রে অবহিত করা হলে পুলিশ এসে গরুটি তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম বলেন, গরুটির প্রকৃত মালিক কে তা যাচাই করা হচ্ছে। আমরা ইতিমধ্যে পুরানগড় ও কিল্লাপাড়া গিয়ে স্থানীয়দের সাথে এ বিষয়ে কথা বলেছি। যাচাই-বাচাই শেষে প্রকৃত মালিকের কাছে গরুটি হস্তান্তর করবো।.tdi_3_341.td-a-rec-img{text-align:left}.tdi_3_341.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন