নতুন ডরমেটরি নির্মাণ করছে সিজেকেএস
.tdi_2_2c2.td-a-rec-img{text-align:left}.tdi_2_2c2.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});প্রায় তিন বছরেরও বেশি সময় অনাদর আর অবহেলায় পড়ে থাকা দুটি ডরমেটরি ভবনের সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গতকাল রোববার জেলা ক্রীড়া সংস্থার একাধিক কর্মকর্তা ডরমেটরি ভবন দুটি পরিদর্শন করেন। দৈনিক আজাদীতে ‘পরিত্যক্ত ভবনে পরিণত সিজেকেএস এর দুটি ডরমেটরি ভবন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর দেরিতে হলেও জেলা ক্রীড়া সংস্থা ভবন দুটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নতুন ডরমেটরি নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটক সংসলগ্ন একটি এবং জিমনেসিয়াম সংলগ্ন আরেকটি ভবন বলতে গেলে এখন পরিত্যক্ত ভবন হিসেবেই পড়ে আছে। এদের মধ্যে প্রধান ফটক সংলগ্ন ভবনটিতে আল মানাহিল ফাউন্ডেশনের করোনায় মৃত মানুষের দাফন কাজে নিয়োজিত লোকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। যদিও সেটা সাময়িকের জন্য। তারা চলে গেলে হয়তো ভবনটির সংস্কার কাজ শুরু করবে জেলা ক্রীড়া সংস্থা। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবন দুটি সংস্কার করতে কত টাকা লাগতে পারে সে বিষয়ে ধারণা দিতে সিজেকেএস কর্মকর্তারা গতকাল ভবন দুটি পরিদর্শন করেছেন। সাথে ছিলেন প্রকৌশলীরা। যদিও প্রকৌশলীরা পুরো বিষয়টি সম্পর্কে ধারণা দেবেন বলে জানিয়েছেন সিজেকেএস নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন। এই দুটি ভবন সংস্কারের পাশাপাশি স্টেডিয়ামের পূর্ব পাশে এবং দক্ষিণ-পূর্ব গ্যালারির মাঝখানে যে খালি জায়গাটা রয়েছে সেখানে ডরমেটরি নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। এ ব্যাপারে শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছে সংস্থার এই কর্মকর্তা। তবে স্টেডিয়ামের গ্যালারির মাঝখানে যে ডরমেটরি নির্মাণ করা হবে সেখানে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের থাকার ব্যবস্থা করা হবে। আর সে ডরমেটরিতে প্রায় শতাধিক খেলোয়াড় থাকতে পারবে বলে ধারণা করছেন সিজেকেএস কর্মকর্তারা। আর আগের ভবন দুটিকে করা হবে ভিআইপি গেস্ট হাউজ। দেশের বিভিন্ন স্থান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় কিংবা সংগঠক যারা আসবে তাদের সেখানে থাকার ব্যবস্থা করা হবে। আর সে লক্ষ্যে ভবন দুটির সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি এবং ক্রিকেট সম্পাদকের অফিস স্টেডিয়ামের প্যাভেলিয়ন ভবন থেকে প্রধান ফটক সংলগ্ন ডরমেটরি ভবনে স্থানান্তরিত করা হবে। আর প্যাভেলিয়ন ভবনে এখন ক্রিকেট সম্পাদকের যে কার্যালয় রয়েছে সেটাতে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কিংবা সহ-সভাপতিদের বসার জায়গা করে দেওয়া হবে। পরবর্তীতে ফুটবল সম্পাদকের কার্যালয়ও প্যাভেলিয়ন ভবন থেকে সরিয়ে নেওয়া হবে। পুরোনে দুটি ভবন সংস্কার এবং নতুন ডরমেটরি নির্মাণের সিদ্ধান্তের পাশাপাশি স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন পরিত্যক্ত হয়ে পড়ে থাকা টেনিস কোর্টও সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। প্রায় ৪০ লাখেরও বেশি টাকা ব্যয়ে নির্মিত টেনিস কোর্টটিও এখন পরিত্যক্ত। সে টেনিস কোর্টকেও সংস্কার করে খেলার উপযোগী করার নির্দেশ দিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। আর সে মোতাবেক এই কোর্ট কিভাবে আবার সংস্কার করা যায় সে বিষয়েও ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। এখন তাদের সিদ্ধান্ত মোতাবেক এগুলো সংস্কার করা হবে। গতকাল প্রকৌশলীদের সঙ্গে নিয়ে ডরমেটরি ভবন দুটি পরিদর্শনকালে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দুই যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন এবং নাসির মিয়া।.tdi_3_000.td-a-rec-img{text-align:left}.tdi_3_000.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});