![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/23/34aa38ba09a834139197aef2a5fad8fe-5f425c2aa1240.jpg?jadewits_media_id=684882)
খুলছে থিয়েটার হলের দরজা: শুরুটা হচ্ছে ‘লালজমিন’ দিয়ে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১৮:০৪
একে একে স্বাভাবিক হচ্ছে দেশের অফিস-আদালত থেকে শুরু করে নানা কার্যক্রম। এবার সেই জোয়ারে সামিল হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম মাধ্যম মঞ্চনাটক। ২৮ আগস্ট চালু হচ্ছে নাটক সরণীর (বেইলী রোড) থিয়েটার হল মহিলা সমিতি। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চায়িত হবে একক নাটক...