![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/08/23/peru-13-crushed-230820-01.jpg/ALTERNATES/w640/peru-13-crushed-230820-01.jpg)
পেরুতে গোপন পার্টিতে পুলিশের অভিযান, ‘পদপিষ্ট’ হয়ে নিহত ১৩
পেরুর রাজধানী লিমায় করোনাভাইরাস মহামারীজনিত বিধিনিষেধ লঙ্ঘন করে খোলা রাখা একটি নাইটক্লাবে পুলিশের অভিযানের সময় দ্রুত পালাতে থাকা লোকজনের পদপিষ্ট হয়ে অথবা শ্বাসরুদ্ধ হয়ে অন্তত ১৩ জন মারা গেছেন।