চ্যাম্পিয়ন্স লিগে শিরোপাজয়ী ও রানারআপের প্রাইজমানি কত?
রোববার লিসবনে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও পিএসজি। তবে ফাইনালের আগেই উচ্ছ্বাস দেখাতে পারে বায়ার্ন। আর সেটি হচ্ছে অর্থপ্রাপ্তির দিক দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন। টুর্নামেন্ট ইতিহাসে এর আগে আর কোনো ক্লাব এত মোটা অঙ্কের প্রাইজমানি পায়নি উয়েফার কাছ থেকে। এক আসরে সর্বোচ্চ ১১৭.৭৩ মিলিয়ন ইউরো আয়ের রেকর্ড ছিল বার্সেলোনার। এবার ফাইনালের আগেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে বায়ার্ন। ১০ ম্যাচের ১০টিই জিতে ১২৩ মিলিয়ন ইউরো প্রাপ্তি নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়ন হলে অঙ্কটা ১৩০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।