
‘গণপরিবহনে মালিকদের স্বেচ্ছাচারিতা চলছে’
গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায়কে কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতা ও জবরদস্তি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর এ কারণে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বলে মনে করেন তিনি। রবিবার (২৩ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘বর্ধিত ভাড়া গুনতে যেয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালাতে বাসের অযৌক্তিকভাবে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহনে স্বাস্থ্যবিধির কোনও বালাই নেই; বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে।’