বিয়ে পাগল হবির দশম বিয়ে ঠেকাতে স্ত্রীরা হলেন একজোট
বাড়ি তার লালমনিরহাটের নাটারবাড়ী এলাকায়। একে একে নয়টি বিয়ে করায় এলাকায় তাকে বিয়ে পাগল হবি মেম্বার নামেই সবাই চেনে। সম্প্রতি সেই হবি মেম্বার দশম বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। আর এতেই বেঁকে বসেন তার বাকি স্ত্রীরা। বিয়ে ঠেকাতে একজোট হন তারা। অবশেষে স্ত্রীদের তোপের মুখে পড়ে আড়াই মাস ধরে ঘর ছাড়া তিনি।