বিসিক শিল্পনগরীগুলোতে প্লট পাবেন নারী উদ্যোক্তারা
.tdi_2_fb1.td-a-rec-img{text-align:left}.tdi_2_fb1.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বিসিক শিল্পনগরীগুলোতে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান এনডিসি। একই সঙ্গে বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি থেকে ঋণ নিতে উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে। আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা কীভাবে বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি থেকে ঋণ পেতে পারে সে সংক্রান্ত এক অনলাইন সভায় তিনি একথা জানান। বিসিক শিল্পনগরীতে ১০ শতাংশ প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যেক্তারা অগ্রাধিকার পান। খবর বাংলানিউজের। বিসিক চেয়ারম্যান বলেন, জেলা উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে প্রতিটি জেলায় মেলা আয়োজন করা হবে। সভায় আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৬ জন সভাপতি অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন মহা-ব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, বিসিক ঋণ প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিএম রব্বানী তালুকদার, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।.tdi_3_5bb.td-a-rec-img{text-align:left}.tdi_3_5bb.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});