কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ স্বীকৃতি পেলেন রোহিত

দৈনিক আজাদী ভারত প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৬:০৭

.tdi_2_446.td-a-rec-img{text-align:left}.tdi_2_446.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});ক্রিকেট মাঠে সাফল্যের বড় এক স্বীকৃতি পেলেন রোহিত শর্মা। ভারতীয় ক্রীড়ার সর্বোচ্চ সম্মাননা ‘রাজীব গান্ধী খেল রত্ন’ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যানকে। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন রোহিত। রোহিতের আগে এই স্বীকৃতি পাওয়া তিন ক্রিকেটার শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য ভাবে তিনটি ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন রোহিত, খেলেছেন ২৬৪ রানের অভাবনীয় ইনিংস। পঞ্চাশের কাছাকাছি গড়ে এই সংস্করণে করেছেন ৯ হাজারের বেশি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড চারটি সেঞ্চুরি করেছেন তিনি, সবচেয়ে বেশি ছক্কাও এসেছে তার ব্যাট থেকে। তার নেতৃত্বে ২০১৮ সালে শ্রীলংকায় নিদাহাস ট্রফি ও ওই বছরই দুবাইয়ে এশিয়া কাপ জিতেছে ভারত। আইপিএলেও তিনি সফলতম অধিনায়ক। ব্যাট হাতে গত বছরটি অসাধারণ কেটেছে রোহিতের। বিশ্বকাপে রেকর্ড ৫টি সেঞ্চুরিসহ ওয়ানডেতে গোটা বছরে ১ হাজার ৪৯০ রান করেছেন ৫৭.৩০ গড়ে। তার টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে দারুণভাবে, প্রথমবারের মতো ওপেন করে ৫ টেস্টে ৯২.৬৬ গড়ে করেছেন ৫৫৬ রান।.tdi_3_04b.td-a-rec-img{text-align:left}.tdi_3_04b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও