কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম’

দৈনিক আজাদী চট্টগ্রাম প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৫:৫৯

.tdi_2_5cc.td-a-rec-img{text-align:left}.tdi_2_5cc.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ এর ২০২০-২০২১ সেবাবর্ষের কেবিনেট সদস্য ও ক্লাব অফিসারদের অভিষেক অনুষ্ঠান এবং প্রথম কেবিনেট মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স ক্লাবস আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরামউদ্দিন আহমেদ বলেছেন, করোনাকালে ভিন্ন আঙ্গিকে আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে। আমরা বড় করে কিছু করতে পারছি না। কিন্তু তাই বলে আমাদের সেবার ক্ষেত্র যেন সংকুচিত না হয়। লায়নিজমের সেবার হাত যেন বরাবরের মতো প্রসারিত থাকে। করোনাকালে সদ্য প্রাক্তন গভর্নর লায়ন কামরুন মালেকের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার প্রতিষ্ঠার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এভাবে দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর নামই লায়নিজম। ভার্সুয়ালি অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জুম অ্যাপসের পাশাপাশি সভাস্থলেও বিপুল সংখ্যক লায়ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। গতকাল শনিবার বিকেলে নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে দুই পর্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এবং দ্বিতীয় পর্বে সভাপতিত্বে করেন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। সদ্য প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন জি কে লালা প্রথম পর্বে এবং কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গেট এরিয়া লিডার লায়ন নাজমুল হক, সম্মানিত অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আব্দুল হক, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম এ মালেক, লায়ন মো. সামছুল হক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন মো. আনোয়ার শওকত আফসার, লায়ন ড. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মো. কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন এস এম ইসহাক, লায়ন শাহ এম. হাসান, লায়ন এস এম সামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু ও লায়ন নাসিরউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ মনিরুল কবির, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন শফিকুল ইসলাম, জিএমটি ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন আরিফ আহমেদ, জিএসটি ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও এলসিআইএফ ড্রিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, লায়ন এবিএম মহিউদ্দিন চৌধুরী, লায়ন ডা. দেবাশীষ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম পর্বের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক বিগত বছর জুড়ে লায়নিজমের নানা কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি চট্টগ্রামের লায়ন সদস্যদের মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ হওয়ার কথা স্মরণ করে বলেন, শহর থেকে গ্রামেগঞ্জে আমরা চষে বেড়িয়েছি। নানা স্থানে গিয়েছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। করোনাকালেও মানুষের জন্য কিছু করার যে আকুতি লায়ন সদস্যদের মাঝে পরিলক্ষিত হয়েছে তিনি ভবিষ্যতের দিনগুলোতেও তা অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য বলেন, আমরা জানাতে চাই যে করোনা আমাদের মানবিকতা কেড়ে নিতে পারেনি। আমরা মাটি ও মানুষের জন্য কাজ করছি। করোনার মাঝেও করবো। তিনি চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের লায়ন সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আরো ব্যাপকভাবে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের জন্য সভায় উপস্থিত সদস্যবৃন্দের মধ্যে অনেককে গভর্নরস স্পেশাল এওয়ার্ড ও ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট পিন প্রদান করেন। তাছাড়াও তিনি সদ্য এমজেএফ প্রাপ্ত ১ জন লায়ন সদস্যকে এবং ৩টি নতুন লায়ন্স ক্লাব গঠন করার জন্য সংশ্ল্লিষ্ট ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানান।.tdi_3_5b5.td-a-rec-img{text-align:left}.tdi_3_5b5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও