রেস্টুরেন্টে খেতে বসে মাছের সঙ্গে খেলা ভোজনপ্রেমীদের
স্বচ্ছ কাঁচের মেঝের নিচে জলরাশিতে খেলা করছে নানা বর্ণের মাছ। সেই মেঝেতে চেয়ার-টেবিল বসিয়ে পরিবেশন নানা রকম সুস্বাদু খাবার। ফেসবুক ও ইউটিউবের বদৌলতে এমন আদলের রেস্টুরেন্টের দেখা প্রায়ই মেলে। সেই বাস্তবতাকে ধারণ করলেন সাতক্ষীরার মো. দেলোওয়ার হোসেন। তারই আলোকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড় এলাকায় স্থাপন করেছেন ‘মৌবন’ নামে একটি রেস্টুরেন্ট।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেস্টুরেন্ট
- মাছ
- ভোজনরসিক