![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F08%2F22%2F53473659_1206639699505221_1977875234862137344_n.jpg%3Fitok%3DUnNchpMD)
মেয়ের ছবিতে বাজে মন্তব্য, যা বললেন শিশির
সম্প্রতি সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে কিছু লোক আপত্তিকর মন্তব্য করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানালেন, এসব বিষয় কানেই নিচ্ছেন না তিনি ও সাকিব। বলেছেন, উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। তবে এসব ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিশির। বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানেই স্ত্রী-কন্যাদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেখানকার একটি ছবি পোস্ট করেন সাকিব।