সেভিয়া দেখাল, কেন তারা ইউরোপার ‘রিয়াল মাদ্রিদ’

প্রথম আলো স্পেন প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ১০:১৬

অবস্থাটা এমন দাঁড়িয়েছে, ইউরোপা লিগ (সাবেক উয়েফা কাপ) এর ফাইনালে সেভিয়া উঠলেই শিরোপা যাবে তাদের ঘরে। গত দেড় দশকে স্প্যানিশ দলটা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে পাঁচবার, জিতেছে প্রত্যেকবারই।

এবারও ব্যতিক্রম হল না। প্রতিপক্ষ যতই ইন্টার মিলানের মতো শক্তিশালী দল হোক, সেভিয়া বুঝিয়ে দিল, ইউরোপা লিগের ফাইনালে উঠলে তাদের শিরোপা থেকে দূরে রাখা যায় না। টুর্নামেন্টটাতে শিরোপার রেকর্ডটা আগেই তাদের ছিল, কোলনে কাল ইন্টারকে ৩-২ গোলে হারিয়ে রেকর্ডটাকে ‘৬’-এ নিয়ে গেল হুলেন লোপেতেগির সেভিয়া। বুঝিয়ে দিল, তারাই ইউরোপা লিগের ‘রিয়াল মাদ্রিদ।’ চ্যাম্পিয়নস লিগ বললে যেমন সেই টুর্নামেন্টে রেকর্ড ১৩ বার শিরোপা জেতা রিয়ালের কথা আসবে সবার আগে, ইউরোপায় সেই দলটা সেভিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও