![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-337069-1598018532.jpg)
যুবলীগ নেতার নির্যাতনে পঙ্গু মুহুরি মুনসুর
যুবলীগ নেতা গোলাম মওলা মনি ও তার সহযোগীদের হাতে বর্বর নির্যাতনের শিকার হয়ে জামালপুরে আইনজীবীর সহকারী (মুহুরি) মুনসুর রহমান পঙ্গুত্ববরণ করেছেন। তার কলেজপড়ুয়া দুই মেয়ে ও স্ত্রী-পুত্র নিয়ে জিম্মি অবস্থায় জীবনযাপন করছে পরিবারটি। তাকে নির্যাতনের মামলাটির পুলিশি তদন্ত কার্যক্রমও থমকে আছে। তবে পুলিশ বলছে মেডিকেল সার্টিফিকেট হাতে পেলেই আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অত্যাচার
- যুবলীগ নেতা
- পঙ্গুত্ব