স্বাস্থ্যের কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলতে লাগবে অনুমতি
এখন থেকে গণমাধ্যমে সাক্ষাৎকার ও টকশোতে অংশ নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের মহাপরিচালকের (ডিজি) কাছ থেকে অনুমতি নিতে হবে। এছাড়া সাক্ষাৎকার বা টকশোতে ন্যূনতম পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারবেন। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন প্রচারমাধ্যম অনুষ্ঠানে মুখপাত্র হিসেবে অংশ নেন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। কিন্তু নিয়মিত ব্রিফিং ছাড়া এসব বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
এসব কারণে প্রচারমাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি-বিধান থাকা উচিত।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মহাপরিচালক
- অনুমতি
- টকশো
- অংশগ্রহন