কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাটি খুঁড়তেই মিলল সাড়ে তিন কেজি স্বর্ণ

সমকাল ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১৮:৫২

ভাগ্য যেন হাতে ধরা দিয়েছে। মাটি খুঁড়তেই একসঙ্গে পেয়ে গেলেন দুটি স্বর্ণের দলা। তাও যেনতেন নয়, একেবারে সাড়ে তিন কেজি ওজন। বিশালকায় এ স্বর্ণের দলা দুটি মিলেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের টার্নাগুলা শহরে। মাটি খুঁড়ে তা পেয়েছেন খনক ব্রেন্ট শ্যানন ও ইথান ওয়েস্ট। মেটাল ডিটেক্টর দিয়ে মাটির তলায় পড়ে থাকা মূল্যবান জিনিস খুঁজে বের করে নেওয়াই তাদের নেশা ও পেশা। একদিনে এমন দুটি স্বর্ণের দলা পেয়ে যাওয়ায় বেজায় খুশি দু’জন।


ওই স্বর্ণের বাজারমূল্য সাড়ে তিন লাখ ডলার। খবর বিবিসিরশখের খনক শ্যানন ও ইথান জানান, ভিক্টোরিয়ার টার্নাগুলা শহরে মেটাল ডিটেক্টর দিয়ে কয়েকদিন ধরেই তল্লাশি চালাচ্ছিলেন তারা। বৃহস্পতিবার দু'জনেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে জায়গা চিহ্নিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও