মেজর সিনহা হত্যা: সেনাবাহিনী ও পুলিশের মধ্যে দূরত্ব তৈরি হলো কেন?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১৭:২০
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হবার পর থেকে পুলিশ এবং সেনাবাহিনীর দিক থেকে যেসব তৎপরতা দেখা যাচ্ছে সেটি নজিরবিহীন। এই ঘটনায় পাল্টাপাল্টি মামলা এবং সাক্ষীদের নিয়ে টানাটানি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মেজর সিনহা হত্যাকাণ্ডের পর অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের তীব্র প্রতিক্রিয়া এবং সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই'র রিপোর্ট গণমাধ্যমে ফাঁস হওয়া - এ সবকিছু বেশ অস্বাভাবিক। এই ঘটনার জন্য পুলিশের শীর্ষ পর্যায় থেকে দু:খ প্রকাশ করার পরেও পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত মেজর সিনহার অন্যতম সহযোগী শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাকে হেনস্থার চেষ্টা করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে