![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/aaa-2008210809.jpg)
পঞ্চগড়ে বাঘ আতঙ্কে রাত জেগে পাহারা
পঞ্চগড়ে বাঘের আতঙ্কে দিন কাটাচ্ছেন কয়েক গ্রামের হাজারো মানুষ। জেলার তেতুঁলিয়ার সাতমেরা ও দেবনগড় ইউপির মুহুরিজোত, সাহেবীজোত, উষাপাড়া ও বাদিয়াগজ গ্রামে গত একমাস ধরে বাঘের আনাগোনা, গরু, ছাগল ও কুকুর ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তাই বাঘের আক্রমণ থেকে বাঁচতে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী।