.tdi_2_9f5.td-a-rec-img{text-align:left}.tdi_2_9f5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনা ভাইরাসে আক্রান্ত রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংসদের সাথে ঢাকায় অবস্থানকারী যুবলীগ নেতা সুমন দে দৈনিক আজাদীকে জানিয়েছেন, এবিএম ফজলে করিম চৌধুরীর খবরাখবর জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের চিফ হুইপ নুরুল আলম চৌধুরীকে দায়িত্ব দিয়েছেন। তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ অ্যাডভোকেট। সাংসদের জ্যৈষ্ঠপুত্র তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তার বাবার শরীর ভাল আছে। তবে জ্বর ও শরীরে দুর্বলতা রয়েছে। শ্বাসযন্ত্রে ইনফেকশন থাকায় কিছুটা ব্যায়াম, প্রয়োজনীয় ওষুধ ও ইনজেকশন দেয়া হচ্ছে। সাংসদের ছোট ভাই ফজলে শহীদ চৌধুরী তার বড় ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ জানিয়েছেন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ রাউজানের সর্বস্তরের মানুষ যার যার অবস্থান থেকে মসজিদ, মন্দিরে সাংসদের জন্য দোয়া ও প্রার্থনা আয়োজন অব্যাহত রেখেছে।.tdi_3_5b5.td-a-rec-img{text-align:left}.tdi_3_5b5.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.