তায়কোয়ানডো ফেডারেশনে জায়গা পেলেন চট্টগ্রামের মশিউর এবং সুমন
.tdi_2_889.td-a-rec-img{text-align:left}.tdi_2_889.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});করোনার কারণে সারাদেশের খেলাধুলা একেবারেই বন্ধ। সে সাথে বন্ধ ছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া বিভিন্ন ফেডারেশনের নির্বাচনও। যদিও এখনো করোনার তেমন উন্নতি হয়নি। তারপরও এরই মধ্যে কোন কোন ফেডারেশন তাদের নির্বাচনের কাজ সম্পন্ন করতে না পারলেও এডহক কমিটি গঠন করে নিচ্ছে। তেমনই গত ১৮ আগস্ট তায়কোয়ান্ডো ফেডারেশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। আর সে তায়কোয়ান্ডো ফেডারেশনে জায়গা পেয়েছে চট্টগ্রামের দুই ক্রীড়া সংগঠক। সহ সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। আর যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছে সুমন দে। উল্লেখ্য সুমন দে অ্যামেচার বক্সিং ফেডারেশনের নির্বাহি কমিটির সদস্য। গত বছরে সুমন দে এর নেতৃত্বে বাংলাদেশ তায়কোয়ান্ডো দল কানাডা, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে একাধিক পদক জয় করে। তায়কোয়ান্ডোতে অবদানের জন্য বিশেষ সম্মাননাও লাভ করেন সুমন দে। অপরদিকে সাবেক ফুটবলার এবং ক্রীড়া সংগঠক মশিউর রহমান চৌধুরী দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত। সংস্থার গত নির্বাচনে তিনি যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এবার তায়কোয়ান্ডো ফেডারেশনের সহ সভাপতি নির্বাচিত হয়ে নিজের ক্যারিয়ারকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেলেন।.tdi_3_8aa.td-a-rec-img{text-align:left}.tdi_3_8aa.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});