টাকা ঢালায় গার্দিওলার সিটিকেও হারিয়ে দিয়েছে বার্সেলোনা
ইউরোপের সেরা ক্লাব কোনটি? শিরোপা জয় আর যুগে যুগে তারকা খেলোয়াড়দের উপস্থিতি মিলিয়ে ইউরোপের সবচেয়ে অভিজাত ও সেরা ক্লাব রিয়াল মাদ্রিদকেই বলবে সবাই। এখন অবশ্য ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট লিভারপুলের মাথায়। কিন্তু দলবদলের বাজারে রাজা কোন ক্লাব—এই প্রশ্নটি করা হলে কাদের নাম চোখের সামনে ভেসে উঠবে?