১২ সেপ্টেম্বর শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

ঢাকা টাইমস যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ২১:৫৯

ঘোষিত হলো ২০২০-২০২১ ইংলিশ প্রিমিয়ার লিগের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি। আর পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি অনুযায়ী লিডস ইউনাইটেডের বিরুদ্ধে অ্যানফিল্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের ম্যাচ দিয়ে নতুন মৌসুমে ইপিএল শুরু হবে। দীর্ঘ ১৬ বছর পর লিগে প্রত্যাবর্তন করতে চলা লিডসের বিরুদ্ধে ১২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে জার্গেন ক্লপের দল।

ক্রীড়াসূচি অনুযায়ী লিগের প্রথম সপ্তাহান্তে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটির কোনোরকম ম্যাচ রাখা হয়নি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই দুই ক্লাব মৌসুম শেষে অন্তত এক মাসের বিশ্রাম চেয়েছিল। তাই ১৯ সেপ্টেম্বর অর্থাৎ লিগের দ্বিতীয় সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে লিগ অভিযান শুরু করবে লাল ম্যানচেস্টার। ওই একইদিনে উলভসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ম্যানচেস্টার সিটি। লিগ শুরুর দিনে মিকেল আর্তেতার আর্সেনাল অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হওয়া ক্লাব ফুলহ্যামের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও