পটিয়ায় ডাকবাংলো ভবন নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ
sdr.tdi_2_b5d.td-a-rec-img{text-align:left}.tdi_2_b5d.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});পটিয়া জেলা পরিষদের ডাকবাংলো ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল বুধবার দুপুরে ভবন নির্মাণ কাজে ধীরগতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। এ সময় দ্রুত গতিতে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে নির্দেশ দেন হুইপ। এছাড়াও এদিন জেলা পরিষদের পুকুরের চারপাশে ভবন নির্মাণ করে জায়গা দখল করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, জেলা পরিষদের অর্থায়নে ১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার হাজার টাকা ব্যয়ে ডাক বাংলো ভবনটি নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজ পরিদর্শনকালে পটিয়া ইউএনও ফয়সাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সেক্রেটারি এম এন নাছির, মুজিবুল হক চৌধুরী, ইউপি মেম্বার ছৈয়দ জাবেদ সওয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।.tdi_3_0d3.td-a-rec-img{text-align:left}.tdi_3_0d3.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভবন নির্মাণ
- ডাকবাংলো সংরক্ষণ