জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক আজাদী হাটহাজারী প্রকাশিত: ২০ আগস্ট ২০২০, ০৭:৩৯

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সনাতন ধর্মাবলম্বীদের মানহানি করা সংক্রান্তে পৃথক দুইটি ধারার কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়। ধর্মীয় অনুভুতির ধারা বাদ দিয়ে মানহানির ধারায় আনা অভিযোগ গ্রহণ করে তদন্তের আদেশ দিয়েছেন। মামলাটি চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা শাখাকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছে আদালতের বিচারক। মামলার পরবর্তী তারিখ আগামী ১৯ নভেম্বর বলে আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। মামলার আরজিতে থাকা বক্তব্য অনুযায়ী, সমপ্রতি ঢাকায় এক মানববন্ধনে জাফরুল্লাহ চৌধুরী একটি বক্তব্য দেন। এ বক্তব্যের জেরে জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাতের অভিযোগ ওঠে। এরই প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে বিপ্লব দে নামে একজন এ সংক্রান্ত একটি অভিযোগ জমা দিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণের আবেদন জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও