রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের গভীর ষড়যন্ত্র চলছে: হাসান সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের গভীর ষড়যন্ত্র চলছে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাপা, জামায়াত যে দলই করি না কেন, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এই চিন্তা-চেতনা নিয়ে থাকলে আমাদের বিরুদ্ধে আজ এত ষড়যন্ত্র হতো না। রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি করার কেউ সাহস পেত না। ধর্মের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দেয়ার কারণেই আজ খোদাদ্রোহী শক্তি ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে। দেশের তৌহিদী জনতা ইসলামবিরোধী যে কোনো ষড়যন্ত্র নস্যাত করে দেবে ইনশাআল্লাহ।