সতর্কতা আর মনের জোরে করোনা নেগেটিভ অভিনেতা নীল ভট্টাচার্য। কাঁটায় কাঁটায় ১৪ দিনের মাথায় আবার শুটিং ফ্লোরে ‘কৃষ্ণকলি’র ‘নিখিল’। মঙ্গলবার মেগা ৭০০ পর্ব পেরিয়েছে। বুধবার ফিরে এলেন ধারাবাহিকের হিরো। সেটের সব্বাই যেন উৎসবের মুডে!