কেন বাড়িতে অবশ্যই এই পাঁচটি ওষুধি গাছ চাষ করা জরুরি?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ১৮:০৫
আদিকালে চিকিৎসকেরা নিজ বাড়িতেই ছোটখাটো পরিসরে নানারকম ওষুধি গাছের চাষ করতেন। তারা নিজেরাই আবিষ্কার করতেন পরিচিত সব গাছের নানান ওষুধি ক্ষমতাগুলো। যা অনেক রোগ থেকে সহজেই মুক্তি দিত। বর্তমানে ঘরোয়াভাবে ওষুধি গাছ চাষ করার পরিবেশটা আর নেই। তারপরও ব্যস্ততম জীবনে সুস্থ থাকাটা জরুরি। আর তাই জঞ্জালে ভরা শহরে নিজের বাড়িতেই কিছু ওষুধি গাছের চাষ করুন। যা নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে। চলুন জেনে নেয়া যাক ঘরেই চাষযোগ্য কিছু চমৎকার ও কার্যকরী ওষুধি গাছ সম্পর্কে-
- ট্যাগ:
- লাইফ
- গাছ লাগানো
- ঘরোয়া ওষুধ
- ঔষধি গাছ