জ্বালানিসহ ৫৬৫ কোটি টাকার দুই ক্রয় প্রস্তাব অনুমোদন

ডেইলি বাংলাদেশ বাংলাদেশ সচিবালয় প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ১৭:৩৬

জ্বালানি তেল আমদানিসহ ৫৬৫ কোটি টাকা ব্যয়ে দুই ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলো বিভিন্ন দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

তিনি বলেন, অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর মধ্যে জি-টু-জি ভিত্তিতে ১৫০ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৪৩৩ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের (৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি) জন্য বাংলা ও ইংরেজি ভার্সনের বিনামূল্যের সাত কোটি ২০ লাখ ৯ হাজার ৩৭৩টি বই সংগ্রহে ব্যয় হবে ১৩২ কোটি ৪১ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও