ভারতীয়র শরীরে নতুন প্রজাতির করোনা শনাক্ত, ১০ গুণ বেশি ছোঁয়াচে!
প্রতিনিয়ত চেহারা বদলাচ্ছে করোনাভাইরাস। একেক দেশে একেক রকম রূপ ধারণ করছে। এরকমই এক নতুন স্ট্রেনের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ফিলিপাইনে যে ধরনের ভাইরাসের জেরে সংক্রমণের আকার ধারণ করেছে, এবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় তেমনই এক ভাইরাসের সন্ধান মিলল। করোনাভাইরাসের এই ধরনের স্ট্রেনকে বলা হচ্ছে D614G. মালয়েশিয়ায় বেশ