শিগগিরই সরছে না ৩ নম্বর সতর্কসংকেত
বিক্ষুব্ধ বঙ্গোপসাগর। সক্রিয় মৌসুমি বায়ু। তাই ভাদ্রেও রয়ে গেছে আষাঢ়ে বৃষ্টি। প্রকৃতির এই আচরণে টানা প্রায় এক সপ্তাহ ধরে সমুদ্রবন্দরগুলোসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোয় ৩ নম্বর সতর্কসংকেত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শিগগিরই ৩ নম্বর সংকেত সরছে না। কারণ, উত্তর বঙ্গোপসাগরে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে।