শ্রীলংকা সিরিজের ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর

দৈনিক আজাদী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ০৬:৪৭

.tdi_2_6f9.td-a-rec-img{text-align:left}.tdi_2_6f9.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্টকে সামনে রেখে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের প্রাথমিক দলের অনুশীলন। এর আগে ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে টাইগারদের করোনা পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২০ সেপ্টেম্বর টিম হোটেলে উঠবে টাইগার ম্যানেজমেন্ট। কোচিং স্টাফরা ফিরবেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে ১০-১৫ সেপ্টেম্বরের মধ্যে। করোনা পরীক্ষার জন্য অবশ্য স্বোয়াডে ডাক পাওয়াদের বিসিবিতে আসতে হবে না। সবার বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। যাদের রিপোর্ট পজিটিভ আসবে তাদের রাখা হবে আইসোলেশনে। শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে তিন দফায় হবে এই টেস্ট। শ্রীলংকায় গিয়েও তাদের বেশ কয়েকবার করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সিরিজের উদ্দেশ্যে ডমিঙ্গো শিষ্যরা ঢাকা ছাড়বেন সেপ্টেম্বরে ২৩ কিংবা ২৪ তারিখে। এদিকে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে বিসিবি তিনটি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিলেও লংকান প্রিমিয়ার লিগের বিষয়টি মাথায় রেখে দেশটির বোর্ড তাতে সায় দেয়নি। ফলে শুধুই টেস্ট সিরিজ খেলতেই আসন্ন সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। গতকাল মঙ্গলবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা ১৮ সেপ্টেম্বর সবার বাসায় গিয়ে কোভিড টেস্টের জন্য নমুনা সংগ্রহ করব। অনুশীলন করব আমরা ২১ সেপ্টেম্বর থেকে। কিছুদিন অনুশীলন করার পর আমরা শ্রীলংকা যাব।’ সিরিজের প্রাথমিক দল ঘোষণা নিয়ে আকরাম জানান, হয়ত ১০-১৫ সেপ্টেম্বরের দিকে আমরা দল দিব। প্লেয়ারদের সংখ্যাটা আমরা বাড়াব। ২০-২২ জনের চিন্তাভাবনা করছি। কেননা কোভিড নিয়ে আমাদের মনে হচ্ছে যত সহজ সবাই ভেবেছে ততটা সহজ না। অনেকগুলো পরীক্ষা আছে। অনেকগুলো অপশন আমরা ভেবেছি। এর মধ্যে পরীক্ষা হতেই থাকবে। দীর্ঘ সফর। করোনা পরীক্ষা কিন্তু ঘনঘন হবে। ১৮ সেপ্টেম্বর করব, ২১ সেপ্টেম্বর করব, যাওয়ার আগে আরো একবার করব। আবার সেখানে গিয়েও করবে। যতটুকু জানি শ্রীলংকান ক্রিকেট বোর্ডও ঘনঘন টেস্ট করাবে।.tdi_3_cda.td-a-rec-img{text-align:left}.tdi_3_cda.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও