পর্বতারোহী রেশমাকে চাপা দেওয়া গাড়ির চালক গ্রেপ্তার
পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে চাপা দেওয়া মাইক্রোবাসটি শনাক্ত করে জব্দ করা হয়েছে; গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককেও। মঙ্গলবার দুপুরে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরের একটি গ্যারেজ থেকে ওই গাড়ি জব্দ ও তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চালকের নাম নাইম। শেরেবাংলা নগর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোবারক আলী সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন। গত ৭ আগস্ট সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হন সাইকেলআরোহী রত্না। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মনিরুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেছেন।