‘পিএম কেয়ার্স’-এর অর্থ জাতীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করা যাবে না: সুপ্রিম কোর্ট
কোভিডের মতো অতিমারিতে ক্ষতিগ্রস্তদের জন্য গঠিত ‘পিএম কেয়ার্স’ তহবিলের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করা যাবে না। সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত একটি আবেদন খারিজ করে শীর্ষ আদালত আরও জানিয়েছে, এটি গঠন করা হয়েছে গণ দাতব্য তহবিল (পাবলিক চ্যারিটেবল ফান্ড) হিসাবে। সেই সঙ্গে এই ফান্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও কার্যত একে বৈধতাও দিল সুপ্রিম কোর্ট। এই ফান্ডের অর্থ জাতীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিতেও অস্বীকার করেছে শীর্ষ আদালত।
এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম আর শাহের তিন সদস্যের বেঞ্চ এই ফান্ড নিয়ে আবেদনের ভিত্তিতে রায় ঘোষণা করে। ‘পিএম কেয়ার্স’ ফান্ড গঠনের যৌক্তিকতা নিয়ে বিরোধীরা বার বার প্রশ্ন তুললেও তার বৈধতাকেও মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, “গণ দাতব্য তহবিল হিসাবেই এর বৈধতা রয়েছে। এর সমস্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করার প্রয়োজন নেই।” একই সঙ্গে আদালত জানিয়েছে, যে কোনও ব্যক্তি বা সংস্থা জাতীয় বিপর্যয় মোকাবিলার জন্য গঠিত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থসাহায্য করতে পারে।