আইপিএল বন্ধ করতে পিটিশন দায়ের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৩:৫৩

সবকিছু ঠিক থাকলে এক মাস পর, সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হবে আইপিএলের তেরতম আসর। করোনাভাইরাসের কারণে ভারতের বদলে এবারের পুরো আসরটি হবে আরব আমিরাতে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে পারেন আইপিএল আয়োজকরা।

কেননা আরব আমিরাতে আইপিএল আয়োজন ঠেকানোর জন্য এরই মধ্যে পিটিশন দায়ের করেছেন অভিষেক লগু নামের এক আইনজীবী। মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেছেন তিনি। যেকোনোভাবে ভারতেই আইপিএল আয়োজনের আবেদন করেছেন এ আইনজীবী।

নিজেকে বড় ক্রিকেটভক্ত হিসেবে উল্লেখ করে অভিষেক লগু জানিয়েছেন কোনোভাবেই ভারতের বাইরে আইপিএল হতে দেয়া উচিৎ নয়। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত রয়েছে। যা কি না আসন্ন মৌসুমে আরও বাড়বে বলেই ধারণা অভিষেকের। তাই আইপিএল দেশের বাইরে যেতে দেয়া উচিৎ নয় বলেই মন্তব্য তার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও