দেশে শুরু হচ্ছে পাবজি টুর্নামেন্ট
প্রথম আলো
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৩:০১
দেশে ভার্চ্যুয়াল গেম টুর্নামেন্ট হিসেবে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সবচেয়ে বড় ওপেন-টু-অল-ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট আয়োজন করছে টেনসেন্ট গেমস ও পাবজি করপোরেশন। সবার জন্য উন্মুক্ত গেমটির প্রতিযোগীদের নির্ধারণ করতে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে ইন-গেমের বাছাইপর্ব। এ বছর গেমটিতে নতুনত্ব আনতে প্রতিটি নিবন্ধিত দলকে (২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত) পাঁচ দিনের ব্যবধানে ১০টি ক্ল্যাসিক মোড ম্যাচ খেলতে হবে।
এর মধ্যে ৮টি সেরা খেলাকে অনলাইন প্লে-অফের জন্য নির্বাচন করা হবে। ইন-গেম বাছাইপর্বে নির্বাচিত হওয়ার জন্য স্কোয়াডের মানদণ্ডগুলো প্লেসমেন্ট পয়েন্ট ও কিল পয়েন্টের ওপর নির্ভর করবে। এ ছাড়া এটি ওভারল্যাপের ক্ষেত্রে কম্বিনেশন নম্বর অব কিলস, টোটাল ড্যামেজ ও নম্বর অব হেডশটের সমন্বয়ে দলের ভাগ্য নির্ধারিত হবে।