![](https://media.priyo.com/img/500x/https://gdb.voanews.com/B5AE8E6A-6834-4ECC-ABF8-139AD0AB4283_cx0_cy7_cw0_w1200_r1.jpg)
পণ্ডিত যশরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে তাঁর বাড়িতে গিয়ে করোনার জন্য লকডাউন হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেননি। আজ সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের এমন কোনও সম্মান নেই যা তিনি অর্জন করেননি। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন তিনি।