করোনাভাইরাসের কালবেলায় গোটা বিশ্বজুড়ে ত্রাস। মানুষের স্বাভাবিক জীবন তছনছ করে দিয়েছে এই মারণ ভাইরাস। গৃহবন্দি মানুষ ধীরে ধীরে অবসাদের শিকার হয়ে পড়ছেন। রোজগারের অভাব, দুশ্চিন্তায় অনেকেই চরম পথও বেছে নিতে বাধ্য হয়েছেন। তার উপর একের পর এক মানুষের মৃত্যু। করোনার কবলে পড়ে প্রিয় মানুষকে হারাতা হারাতে মানুষ ক্লান্ত। তেমনই এক ব্যক্তি টেক্সাসের বাসিন্দা কারলোস মুনিজ।
হাসপাতালের বিছানায় শুয়ে শুধুই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছেন না, নিজের প্রাণের মানুষকে সেখানে শুয়েই চিরকালের জন্য নিজের করার সাহসও দেখিয়েছেন। হাসপাতালেই একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গ্রেসকে বিয়ে করেছেন কারলোস। বিয়ে করার কথা ছিল তাঁদের। দীর্ঘদিন ধরেই ঠিক ছিল এই বিয়ে। বিয়ের কয়েকদিন আগেই কোভিড ১৯ আক্রান্ত হয়ে পড়েন কারলোস। তাঁকে মেথোডিস্ট হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু দিনের পর দিন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করতে হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.