![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/archary-2008171430.jpeg)
করোনা পরীক্ষার জন্য আরচ্যারদের নমুনা সংগ্রহ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ২০:৩০
মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল আরচ্যারী। তবে দীর্ঘদিন পর ফের রোববার থেকে জাতীয় আরচ্যারী দলের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন। আর তাই আজ অনুশীলন কেন্দ্রে অবস্থান করা আট আরচ্যার দুইজন ট্রেইনার, একজন ট্রেনিং সহকারী, দুই ফিজিও থেরাপিস্ট ও চার স্টাফের নমুনা সংগ্রহ করা হয়েছে।