‘বিজেপি মুসলিমদের শত্রু নয়’
বিজেপি সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শাহজাদ আলি। শাহিনবাগের সেই সমাজকর্মী শাহজাদ আলি রবিবার যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, যোগ দিয়েই বলে বসলেন, ‘বিজেপি মুসলিমদের শত্রু নয়।’
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শাহজাদ দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা এবং শ্যাম জাজুর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। মিষ্টিমুখও করেন। তারপর এই প্রসঙ্গে বলেন, মুসলিমদের মধ্যে যাঁরা বিজেপির বিরুদ্ধে খারাপ ধারণা রয়েছে, তাঁদের ভুল প্রমাণ করতেই আমি বিজেপিতে যোগ দিলাম। বিজেপি আমাদের শত্রু নয়। একসঙ্গে বসেই সিএএ নিয়ে আলোচনা করা হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে