![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-77585919/pic.jpg)
কাশ্মীরে এক সপ্তাহে ৩ বার জঙ্গি হামলা! বারামুলায় শহিদ ২ CRPF জওয়ান, পুলিশকর্মী
জম্মু ও কাশ্মীরে ফের নিরাপত্তা রক্ষীদের উপর হামলা চালাল সন্ত্রাসবাদীরা। বারামুলার এলোপাথাড়ি গুলিতে শহিদ হয়েছেন তিন কর্তব্যরত নিরাপত্তা রক্ষী। তাঁদের মধ্যে দু জন CRPF কর্মী ও একজন জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মী।
সোমবার সকালে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আধিকারিকরা জানিয়েছেন, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী ক্রিরির চেক পোস্টে টহল দিচ্ছিল। তখনই তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালাতে শুরু করে বাহিনীও। তবে পালিয়ে যেতে সক্ষম হয় সন্ত্রাসবাদীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ২ জন সিআরপিএফ কর্মী ও একজন পুলিশকর্মীর।