![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/08/17/094536kalerkantho_pic.jpg)
চীনে ব্রোঞ্জ যুগের পাথরের সমাধি আবিষ্কার
উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশে একটি পাথরের সমাধি আবিষ্কার করেছেন গবেষকরা। এই তথ্য জানিয়েছে কিংহাই নরমাল বিশ্ববিদ্যালয়। গবেষকরা একটি খোলা মাঠে খুঁজে পান ব্রোঞ্জ যুগের এই পাথরের সামাধিটি। চীনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সমাধিসৌধটি প্রায় তিন হাজার বছর আগে ব্রোঞ্জ যুগে নির্মিত হয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আবিষ্কার
- সমাধি