কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ‘মুজিব কর্নার’ স্থাপন বিসিবির

দৈনিক আজাদী শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০৭:৪৬

.tdi_2_56b.td-a-rec-img{text-align:left}.tdi_2_56b.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি কার্যালয়ের দোতলায় আলোকিত দেয়ালে লেখা হয়েছে তার অনন্য সব কীর্তি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফিও সেই দেয়ালে শোভা পাচ্ছে। দেশে ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনের কার্যালয়ে বঙ্গবন্ধুর নামে স্থাপন করা হয়েছে মুজিব কর্নার। গত মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপন করা করা হয়েছিল তর্জনী উঁচিয়ে ভাষণরত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটি আগেই নির্মাণ করা হয়েছে। বিসিবি সভাপতি ১৫ আগস্ট এটি পরিদর্শন করেছেন।’.tdi_3_253.td-a-rec-img{text-align:left}.tdi_3_253.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও