.tdi_2_5af.td-a-rec-img{text-align:left}.tdi_2_5af.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});খাগড়াছড়ির মাটিরাঙায় গত ২৪ জুলাই বাড়ি থেকে ডেকে নিয়ে পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যা মামলায় অভিযুক্ত ৭ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ও শনিবার বিকেলে মাটিরাঙা ও গুইমারা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, নিপন ত্রিপুরা, শান্তি ত্রিপুরা, সুমন ত্রিপুরা, ডেনী ত্রিপুরা, দীপন ত্রিপুরা, নীল ত্রিপুরা এবং স্বপন ত্রিপুরা। তাদের সবার বাড়ি মাটিরাঙায়। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শাহনুর আলম জানান, পল্লী চিকিৎসক নুর মোহাম্মদের সঙ্গে ত্রিপুরা এক মেয়ের প্রেমের সম্পর্ক আছে এমন সন্দেহ ছিল নিপন ত্রিপুরার। সন্দেহ থেকে ঘটনার দিন ২৪ জুলাই ভোরে প্রসূতি রোগীকে চিকিৎসা দেয়ার কথা বলে বাড়ি থেকে নুর মোহাম্মদকে ডেকে নিয়ে যায়। নিপন ত্রিপুরার নেতৃত্বে তার অপর ৬ সহযোগী মিলে নুর মোহাম্মদকে হত্যা করে মরদেহ সাপমারা সেতুর নিচে ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির ব্যবহার করে নুর মোহাম্মদ হত্যা মামলার ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে.tdi_3_e4c.td-a-rec-img{text-align:left}.tdi_3_e4c.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.