অতিমাত্রায় সরকারের ওপর নির্ভরশীল হলে বুঝতে হবে সংশ্লিষ্ট শিল্পের বড় অংশ অদক্ষ

বণিক বার্তা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ০১:০১

ছিলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সময়ের ব্যক্তিগত সহকারী। তিনি স্কুলজীবন থেকেই ছিলেন তীক্ষ মেধার অধিকারী। ১৯৫৭ সালে এসএসসিতে প্রথম গ্রেডে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। এইচএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৬২ সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেন। ১৯৬৫ সালে সিএসপি অফিসার হিসেবে যোগদান করেন। অর্থ মন্ত্রণালয়ের বাজেট শাখা, এনবিআর, পরিসংখ্যান ব্যুরো ও ইআরডিতে গুরুত্বপূর্ণ পদে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান। তৃতীয় দফায়ও তিনি একই পদ অলংকরণ করছেন। করোনায় দেশের অর্থনীতিতে প্রভাব, প্রণোদনা ও তা বণ্টনে ব্যাংকের অবস্থা, বিনিয়োগ, রফতানি, রেমিট্যান্সসহ নানা বিষয় নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা হয় তাঁর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও