![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/16/bd64277b4757a5d8adb9791fdc5e3bd4-5f3958cbe4436.png?jadewits_media_id=1554525)
দুই নবজাতকের মৃত্যু, তিনটিকে বাঁচাতে বাবার আকুতি
অক্সিজেনের অভাবে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। অপর তিনজনকে ধানমন্ডির উইমেন্স অ্যান্ড চিলড্রেন জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিন শিশু ওই হাসপাতালের ইনকিউবেটরে আছে। তাদের চিকিত্সা বাবদ প্রতিদিন ৩৫ থেকে ৪০ হাজার টাকা করে খরচ হচ্ছে।