বিভীষিকার সেই কালো রাতের দূর্বিষহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় হামিদা সেরনিয়াবাত বিউটিকে। একটি মূহুর্তের জন্যেও ভুলতে পারেন না সেই নারকীয় হত্যাকাণ্ডের ভয়াবহ দুঃসহ দৃশ্য। চোখের সামনে ঝাঁঝরা হয়ে যাওয়া জন্মদাতা...