‘করোনা এমনিতেই চলে যাবে’ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় দুই বিশেষজ্ঞ
* যেভাবে বাংলাদেশ এখন করোনা নিয়ন্ত্রণ করছে, এটা সঠিক কৌশল নয়। কারণ, বাংলাদেশ কোনো কৌশলই ঠিক করেনি।
* করোনা নিয়ন্ত্রণের সঠিক কৌশল-পরিকল্পনা বাংলাদেশে প্রথম থেকেই ছিল না এবং এখনও নেই।
* ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। ভ্যাকসিন পাওয়ার দৌড়ে বাংলাদেশে অনেক পিছিয়ে আছে।
* এমনিতেই করোনা চলে যাবে, আমার কাছে মনে হয় এই কথাটা যৌক্তিক না। এমনিতেই কীভাবে যাবে?
* করোনার সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় তো ভ্যাকসিন।
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে প্রতিদিন গড়ে ৩০ জনেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। নতুন শনাক্তের সংখ্যাও গড়ে প্রায় তিন হাজার। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসের ভ্যাকসিন পেতে অধির আগ্রহে অপেক্ষা করছে অন্যান্য দেশ।
এমন পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা কমে গেছে। মৃত্যুর হার কমে গেছে, সুস্থতা বেড়ে গেছে। ভ্যাকসিন আসুক বা না আসুক কোভিড-১৯ বাংলাদেশ থেকে এমনিতেই চলে যাবে।
বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতিতেও স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের যথার্থতা কতটুকু, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের ভ্যাকসিন লাগবে কি না, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ভ্যাকসিনের ব্যাপারে সিদ্ধান্ত হবে, এতে দীর্ঘসূত্রিতা বাড়ল কি না, করোনা মোকাবিলায় দীর্ঘসূত্রিতার সুযোগ কতটুকু?— এসব বিষয়ে প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হকের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি স্টার।