গরমেও হিজাবিরা যেভাবে ‘মডেস্ট স্টাইল’ ধরে রাখবেন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ১১:২৮
আজকাল অনেক নারীরাই ফ্যাশনেবল মডেস্ট পোশাকে নিজেদের ঢেকে রাখছেন। অনেকে এখন হিজাবসহ আবায়া পড়ে থাকেন। তাদের জন্য গ্রীষ্মকাল অসহনীয়। কারণ মাথা বেশিরভাগ সময় কাপড় বা স্কার্ফ দিয়েই ঢেকে রাখতে হয়। জেনে নেয়া যাক কীভাবে হিজাবিদের জন্য গ্রীষ্মের সময়টা একটু সহনীয় হবে। অবশ্য যারা হিজাব পরেন না, তাদের কথা মাথায় রেখেও আমাদের মডেস্ট স্টাইলকে গুরুত্ব দেয়া জরুরি।