![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/15/616e0d27930709e1ecb6c84565e02bf9-5f381385d89f1.jpg?jadewits_media_id=1554312)
শ্রীলঙ্কায় সবাই রাজার পক্ষে
কথায় আছে, রাজা যায় রাজা আসে। দ্বীপদেশ শ্রীলঙ্কাতেও তেমনটাই হয়েছিল। কিন্তু সেখানে নতুন রাজা বেশি দিন টিকতে পারলেন না। আগের চেয়েও দোর্দণ্ড প্রতাপে ফিরে এসেছে পুরোনো রাজা। তবে এবার রাজা সঙ্গে করে রাজপরিবারের অন্যান্য সদস্যদেরও নিয়ে এসেছেন। অবস্থা যেমন তাতে বলাই যায়, শ্রীলঙ্কায় এখন সবাই রাজার পক্ষে!