সীতাকুণ্ডে হত্যার পর লাশ মাটি চাপা

দৈনিক আজাদী সীতাকুণ্ড প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ০৫:৫০

.tdi_2_b7f.td-a-rec-img{text-align:left}.tdi_2_b7f.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});জবাই করে হত্যার পর এক ব্যক্তির লাশ মুরগির খামারে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটি খুঁড়ে মো. নুর উদ্দিন (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রুমেন মিয়া (৩০) নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সলিমপুরে পরিবার নিয়ে অবস্থান করলেও তার নিজ বাড়ি হবিগঞ্জ জেলার পাইকপাড়ায়। জানা যায়, উপজেলার ছলিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকায় লাল মিয়ার ভাড়া ঘরে রুমেন মিয়া (৩০) ও মো. নুর উদ্দিন (৪৫) পরিবার নিয়ে বসবাস করে। তারা উভয়েই এলাকায় রিকশা চালায়। গত ১৪ আগস্ট রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রুমেন মিয়া নুর উদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করে মৃতদেহ পাশ্ববর্তী মুরগির খামারের পাশে মাটি চাপা দিয়ে পুঁতে রাখে। পরবর্তীতে নুর উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম তার স্বামীর কোন খোঁজখবর না পেয়ে বাড়ির মালিক লাল মিয়াকে জানান। বাড়ির মালিক বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তাকিমকে অবহিত করেন। তিনি ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমেন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে রুমেন মিয়া খুনের সত্যতা স্বীকার করে এবং মুরগি খামারের পাশে মাটি চাপা দিয়ে লাশ পুঁতে ফেলার কথা জানায়। নিহত মো. নুরউদ্দিনের বাড়ি উপজেলার কেশবপুর এলাকায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মুরগির খামারের পাশে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।.tdi_3_f41.td-a-rec-img{text-align:left}.tdi_3_f41.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও